নেত্রকোণায় জাতীয় ভোটার দিবস পালিত
আপডেটঃ ১১:৪৭ পূর্বাহ্ণ | মার্চ ০২, ২০২২
নিউজ ডেস্কঃ
৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে নেত্রকোণায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে জেলা নির্বাচন অফিস এ কর্মসুচির আয়োজন করে।জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সোহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ইদি আমিনসহ নানা শ্রেনি পেশার লোকজন।এর আগে জেলা শহরে একটি বর্নাঢ্য র্যালি বের হয়।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোনা।