নেত্রকোণায় কৃষক হত্যা দিবস পালিত
আপডেটঃ ৯:৪৮ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০২২
নিউজ ডেস্কঃ
১৫ই মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে নেত্রকোণা জেলা কৃষক লীগের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সাড়ে ১১টায় জেলা কৃষকলীগ এই শোক র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।১৯৯৫ সালে সার কিনতে গিয়ে বিএনপি-জামাত শাসনামলে পুলিশের গুলিতে ১৮ জন কৃষক শহীদদের স্মরনে কৃষকলীগ প্রতি বছর এ দিনটি পালন করে আসছে।জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুস শহীদের সভাপতিত্বে সদস্য সচিব আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মানিক, সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমি, সম্পাদক টিটু দত্ত রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোতালেব খান রানা, আবু রায়হান, মুজিবর রহমান তারেক, সমিরন সরকার, গাজী মোসাদ্দেক হোসেন রতন প্রমুখ।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।