নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে বিজিবি সদস্য সহ দুই জন নিহত
আপডেটঃ ৪:৩৩ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্য ও সিএনজি চালক নিহত ও দুইজন আহত হয়েছে।মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।নিহত বিজিবি সদস্য সুমন চৌহান চট্টগ্রামের কাপ্তাই ৪১ বিজিবিতে কর্মরত ছিলেন।সে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা সদরে রেলস্টেশন এলাকার বকুল চৌহানের ছেলে।নিহত সিএনজি চালক অসিম মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।আর আহতরা হলেন মোফাজ্জল ও আব্দুল্লাহ্ আল মামুন।তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ জানায়, চার যাত্রী নিয়ে একটি সিএনজি ময়মনসিংহ থেকে নেত্রকোণায় আসার পথে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নেত্রকোণা সদর উপজেলার ঝাউসী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য সুমন চৌহান ও সিএনজি চালক অসিম মিয়াকে মৃত ঘোষনা করেন।
গুরুতর আহত অপর দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।