নেত্রকোণায় এসপি কামালের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
আপডেটঃ ২:৪১ অপরাহ্ণ | জুন ১৯, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার পূর্বধলা উপজেলার তেনুয়া গ্রামে মিজানুর রহমান বাচ্চু কর্তৃক এসপি কামাল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা ও উদ্দেশ্য মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বৈরাটি ইউনিয়নবাসীর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বর্তমান সদস্য শেখ ফারাহ মোজাম্মেল।আজ রবিবার সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে শেখ ফারাহ মোজাম্মেল বলেন, বৈরাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিএনপি, জামাত সমর্থিত চেয়ারম্যান আনিছুজ্জামান তালুকদার মোশাররফ ও তার বড় ভাই আসাদুজ্জামান নয়নের নেতৃত্বে একটি কুচক্রী মহল তেনুয়া গ্রামের কৃতি সন্তান পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার কামাল হোসেন ও তার পারিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে গত ১৭ জুন নেত্রকোণা জেলা প্রেসক্লাবে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেছে।
তিনি উক্ত সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত মহলটির অপতৎপরতা, তাদের মদদ দাতাগণ এবং মিথ্যাচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবি জানান।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোনা।