সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় এন এস আই এর অভিযানঃ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

আপডেটঃ ৬:৫৪ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০২১

নিউজ ডেস্কঃ

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই মঙ্গলবার রাতে দুর্গাপুর বিরিশিরি ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিপুল প‌রিমান ভারতীয় কম্বল, সাবান ও কিটক্যাট চকলেট জব্দ করেছে।নেত্রকোণা জেলা এনএসআই এর উপ পরিচালক সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনএস আই এর একটি টিম মঙ্গলবার রাতে দুর্গাপুর বিরিশিরি ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি কার্গো ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৮-১৫৫৮) থামিয়ে তল্লাশী চালায়।ট্রাকের ভিতর থেকে তারা বিপুল প‌রিমান ভারতীয় কম্বল, সাবান ও কিটক্যাট চকলেট জব্দ করে। যার আনুমা‌নিক মুল্য ৫/৬ লক্ষ টাকা।এ সময় তারা চালকসহ ট্রাকটি আটক করে।আটকৃত চালকের নাম মোঃ দীন ইসলাম(২৬), পিতাঃ মোঃ ওমর ফারুক মিয়া, সাংঃ পাচকাটা, কলমাকান্দা, নেত্রকোণা।

তিনি আরও জানান, আটকৃত চালক ও জব্দকৃত মালামাল বুধবার দুপুরে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা।