নেত্রকোণায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ
আপডেটঃ ৭:৩৯ অপরাহ্ণ | নভেম্বর ১৭, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা প্রতিনিধি:- “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা”‘ এই মূল মন্ত্রকে সামনে রেখে নেত্রকোণায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের হলরুমে নেত্রকোণা সদর উপজেলা আনসার ও ভিডিপি এই সমাবেশের আয়োজন করে।সমাবেশটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ড. মোঃ সাইফুর রহমান।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা কমান্ড্যান্ট মোঃ গোলাম মৌলাহ্ তুহিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক টি এম আব্দুল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চল্লিশা ইউনিয়নের দলনেতা আব্দুল কাদির, ৩নং ওয়ার্ডের দলনেত্রী জান্নাতুল বাকী।এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির অন্যান্য কর্মকর্তা সদস্যবৃন্দ।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।