সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঁচদফা দাবিতে বিক্ষোভ

আপডেটঃ ১:২৭ অপরাহ্ণ | মে ১৮, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচদফা বাস্তবায়নের দাবিতে ক্লাশ বর্জন করে রাস্তায় এসে বিক্ষোভ করেছে।গতকাল মঙ্গলবার দুপুরে শত শত শিক্ষার্থীরা ক্লাশরুম ছেড়ে রাস্তায় এসে ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে।এক পর্যায়ে পুলিশ এসে তাদেরকে রাস্তা ছেড়ে বিদ্যালয়ের ভেতরে প্রবেশের অনুরোধ জানায়।তারা পুলিশের অনুরোধ উপেক্ষা করে তাদের বিক্ষোভ চালিয়ে যেতে থাকে।বেলা ১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা তাদের দাবি দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলে ছাত্ররা ক্লাসে ফিরে যায়।তাদের দাবিগুলো হচ্ছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার স্থলে একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ, নিয়মিত ক্লাশ নেয়া ও দ্রুততম সময়ে সিলেবাস প্রদান, ক্লাসরুম ও বাথরুম নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতাকরন, খেলাধুলার সামগ্রী প্রদান ও উন্নতমানের টিফিন (খাবার) বিতরণ।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার জানান, স্কুলের প্রধান শিক্ষিকা ছুটিতে রয়েছেন।শিক্ষার্থীদের পাঁচদফা দাবি লিখিত আকারে আমাদের কাছে জমা দিয়েছে, আমরা মিটিংয়ের মাধ্যমে পরবর্তীতে এসব সমস্যার সমাধান করবো।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আকলিমা খাতুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি বর্তমানে ময়মনসিংহে আছি, চোখের অপারেশনের পর পুনরায় ডাক্তার দেখানোর জন্য ছুটি নিয়েছি।

বিদ্যালয়ে যাই না একথাটি ঠিক নয়, অসুস্থতা নিয়েও আমি ময়মনসিংহ থেকে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসা করছি।জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার কথা শুনেছি।

বুধবার আমি বিদ্যালয়ে গিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।