নেত্রকোণায় (আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তার শুভ উদ্বোধন
আপডেটঃ ৭:১০ অপরাহ্ণ | নভেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা: নেত্রকোণায় (আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তার শুভ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোণা পৌরসভা ১নং ওয়ার্ড সাতপাই ছোট গাড়া মোড় এলাকায় এ উদ্বোধনের আয়োজন করে।(আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তাটি সাতপাই, লেভেল ক্রসিং হতে ছোট গাড়া হয়ে আব্দুস ছোবহান সাহেবের বাড়ি পর্যন্ত ড্রেন ৯৮০ মিটার, ৮৮৭ মিটার হলো রাস্তা।যার চুক্তিমূল্য ৫ কোটি ৮৫ লক্ষ টাকা।সাতপাই লেভেল ক্রসিং এলাকার জনগণের দির্ঘ দিনের প্রানের দাবি আজ পূর্ণ হতে চলেছে।রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন হলে উপকার ভোগী এলাকাবাসী এর সুফল পাবে।যেমন যাতায়াত ব্যবস্থা হবে সহজ, তেমনি বাচঁবে সময়।আর এই কাজটি বাস্তবায়নে ভূমিকা রাখছে নেত্রকোণা পৌরসভা।
উদ্বোধনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাটি নেত্রকোণা জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক উমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা কমিশনের (কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের (সদস্য) সচিব) এ কে এম ফজলুল হক।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সভাপতি অর্পিতা খানম সুমি, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর বাবু চিত্তরঞ্জন সরকার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শামীম রেজা সরল, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস রুমেল প্রমুখ।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।