নেত্রকোণায় আইএফআইসি ব্যাংকের ত্রান বিতরন
আপডেটঃ ৮:২৪ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- শোককে শক্তিতে পরিনত করে, সুখি ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গিকারের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোণায় আইএফআইসি ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ১শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেছে।আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় জেলা শহরের নরশিংহ জিওর আখড়া সংলগ্ন আইএফআইসি ব্যাংক লিমিটেড নেত্রকোণা শাখা এ ত্রান বিতরণের আয়োজন করে।আইএফআইসি ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী বাবু মঙ্গল চন্দ্র সাহা, পঙ্কজ সাহা রায়, আইএফআইসি ব্যাংক লিমিটেড নেত্রকোণার ম্যানেজার মোঃ কাওসার সুমন, অপারেশন ম্যানেজার মোঃ শফিকুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ কেজি পেয়াজ।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।