নেত্রকোণায় অভ্যন্তরীণ বোর ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
আপডেটঃ ১:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা সদর খাদ্য গুদামে, জেলা খাদ্য বিভাগ এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম ফজলে রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এইচ আর খান পাঠান সাখি, জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আব্দুস শহীদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সম্পাদক হাফিজুর রহমান খানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কৃষকবৃন্দ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান জানান, অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ মৌসুমে জেলায় ২৪ হাজার ৪ শত ৮৪ মেঃটন বোরো ধান সংগ্রহের লক্ষ মাত্রা ও ২শত ৮৫ মেঃটন গম সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।