নেত্রকোণার সীমান্তে ৩১ বিজিবি’র অভিযানে ভারতীয় এলাচী জব্দ
আপডেটঃ ৬:৩৯ অপরাহ্ণ | জুন ২৯, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সীমান্তবর্তী কালাপানি এলাকায় অভিযান চালিয়ে ৪ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় এলাচী জব্দ করেছে। নত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া মঙ্গলবার বিকাল ৫টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া বিওপি’র আওতাধীন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসি’র নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্তবর্তী কালাপানি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় ১০৩ কেজি ভারতীয় এলাচী জব্দ করে।জব্দকৃত মালের সিজার মূল্য ৪ লক্ষ ১২ হাজার টাকা।জব্দকৃত এ সকল মালামাল মঙ্গলবার বিকালে নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা।