নেত্রকোণার সীমান্তে বিজিবি’র টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ সুপারী জব্দ
আপডেটঃ ২:৪৮ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) সীমান্তে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ৪৯ লক্ষ টাকা মূল্যমানের সুপারী জব্দ করেছে।৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া শনিবার রাতে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।কলমাকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম এর নেতৃত্বে আজ শনিবার দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ‘টকলেটবাড়ী’ নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।টাস্কফোর্স অভিযানে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর উপস্থিতিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম এর সাথে লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সেলিম ভূইয়াসহ বিজিবি সদস্য, কলামাকান্দা থানা পুলিশ ও আনসার সদস্য অংশগ্রহণ করে।
এসময় টাস্কফোর্স অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪২ বস্তা সুপারী জব্দ করা হয়।যার আনুমানিক সিজার মূল্য ৪৮ লক্ষ ৪০ হাজার টাকা।জব্দকৃত সুপারী নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।