নেত্রকোণার সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় লেহেঙ্গা জব্দ
আপডেটঃ ৬:৪৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০১, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এর অভিযানে ২১লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় লেহেঙ্গা জব্দ করেছে।নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া আজ মঙ্গলবার বিকেলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, সোমবার দিবাগত ভোর রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিন মাইজপাড়া ইউনিয়নে অবস্থিত মাধুপাড়া বিওপিতে কর্মরত নায়েক মোঃ বাবুল আক্তার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৪৮ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আরাপাড়া নামক স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ( মালিক বিহীন ) ২১৫ পিস ভারতীয় লেহেঙ্গা ( পদ্মাবতী ) জব্দ করা হয়।যার সর্বমোট সিজার মূল্য-২১ লক্ষ ৫০ হাজার টাকা।জব্দকৃত চোরচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।