নেত্রকোণার মদন পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন।
আপডেটঃ ১০:১৫ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার মদন পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।বাজেট অধিবেশন পেশ করেন মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।আজ রবিবার (২৫জুন) সাড়ে ১২টায় মদন পৌর মিলনায়তনে মদন পৌরসভা এ বাজেট অধিবেশনের আয়োজন করে।নতুন করে করারোপ না করেই এগারো কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকার উন্নয়ন বজেট ঘোষণা করেন মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।এতে এগার কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যায় ও সতের লক্ষ নয় হাজার ষোল টাকা উদৃত ধরা হয়েছে।বজেটে রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনে গুরুত্ব দেয়া হয়।বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের অংশগ্রহণে বাজেটের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাজেট অধিবেশন অনুষ্ঠানটি মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মদন পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ সানোয়ার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতুষ দাস, মদন প্রেস-ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মোতাহার হোসেন, দৈনিক আমাদের সময় পত্রিকা, উপজেলা প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম শফিক সকল পৌর কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, প্রবীণ নাগরিকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।