নেত্রকোণার মদনে বীর নিবাস নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
আপডেটঃ ২:৫৪ অপরাহ্ণ | জানুয়ারি ২৬, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার মদন উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্প ( বীর নিবাস ) এর নির্মান কাজ শুরু হয়েছে।আজ বুধবার দুপুর ১টার দিকে মদন উপজেলার কোর্ট বিল্ডিং এলাকায় আনুষ্ঠানিক ভাবে নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস, মদন থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন, মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল সহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ।মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন মদন উপজেলায় ১০টি বীর নিবাস নির্মান করছে।এ কাজের প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে ১কেটি ৩৪ লক্ষ ৩৬ হাজার ১শত ৮০টাকা।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা