সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার বারহাট্টায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু

আপডেটঃ ৩:১৫ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে শুক্রবার দুপুরে পুকুরের পানিতে ডুবে ইমরান হোসাইন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের স্ত্রী তার ছেলে শিশু ইমরান হোসাইনকে নিয়ে সোমবার তার বাপের বাড়ী বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে বেড়াতে যান।শুক্রবার দুপুরের দিকে ইমরান বাড়ির আঙ্গিনায় খেলা করছিল।এক পর্যায়ে পরিবারের লোকজন ইমরানকে কোথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে।কিছুক্ষণ পরে স্বজনরা বাড়ীর পাশ্ববর্তী পুকুরে ইমরানের লাশ ভাসতে দেখে।

পরে ইমরানকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ব্যাপারে নেত্রকোণার সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত ১৭ জুন থেকে নেত্রকোণা জেলায় বন্যা শুরু হওয়ার পর গত এক মাসে বন্যার পানিতে ও পুকুর জলাশয়ের পানিতে ডুবে জেলায় শিশুসহ মোট ১৮ জন মারা গেছে।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।