সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালা কান্দা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেটঃ ১:০৩ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিকাল ৫টায় জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে বিশাল কর্মী সামাবেশ অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলী ফকিরের সভাপতিত্বে সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ সালাহ উদ্দিন (চাঁন মিয়ার)  সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৫ (পুর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুর্বধলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, জেলা আওয়ামীলীগের সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক হাসিমা আক্তার বিরহী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক এখলাছ উদ্দিন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেনউপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদিরুজ্জামান স্বপন প্রমুখ।

কর্মী সমাবেশে প্রধান অতিথি ওয়ারেসাত হোসেন বেলাল এম পি বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তৃনমুল পর্যায়ে আরও বেশি সু সংগঠিত করার উদাত্ত আহ্বান জানান।

এর আগে সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক কামালপুর কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন করেন। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।