নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়ন পত্র দাখিল
আপডেটঃ ২:৪৩ অপরাহ্ণ | জানুয়ারি ০৪, ২০২২
নিউজ ডেস্কঃ
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল সোমবার ছিলো, মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন।নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।উৎসব মূখর পরিবেশে প্রার্থীরা সকাল থেকেই দলীয় নেতা ও নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোয়ন পত্র জমা দেন।তখন উপজেলা প্রাঙ্গন ছিলো নির্বাচনী মিছিল ও স্লোগানে মুখরিত।পূর্বধলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহামমদ ফরিদ উদ্দিন আহমেদ সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে সাংবাদিকদের জানান, পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ১ জনসহ মোট ১২ জন মনোনয়ন পত্র জামা দিয়েছেন।
সাধারণ মেম্বার পদে ৪৯ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।আগামী ৬ জানুয়ারি বাছাই, ১৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ১৪ জানুয়ারি প্রতিক বরাদ্দ ও ৩১ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান তৃতীয় ধাপে পূর্বধলা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শুধুমাত্র ধলামূল গাও ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হওয়ায় তৃতীয় ধাপে নির্বাচন হয়নি। আগামী ৩১ শে জানুয়ারি এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা।