নেত্রকোণার পূর্বধলায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার
আপডেটঃ ৩:২২ অপরাহ্ণ | জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার পূর্বধলায় কংস নদীর মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা ডুবির ঘটনায় ১৫ ঘন্টা পর ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দুরবর্তী ডেউটুকুন ফেরীঘাটের জেলেদের জাল থেকে নিখোঁজ ৩ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মাহাবুব (১২) সে ডেওটুকুন গ্রামের রেনু মিয়া পুত্র।মাহাবুব এর মরদেহ উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছে।নিখোঁজ অপর দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হচ্ছে ডেওটুকুন গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র স্বপন মিয়া (২৫) ও আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের পুত্র সোহেল (২১)।(৫ জুলাই) বুধবার বিকেল সাড়ে পাঁচটায় জামধলা বাজার সংলগ্ন মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা দিয়ে কংস নদী পারাপারের সময় নদীর তীব্র স্রোতে নৌকা ডুবে নিখোঁজের ঘটনা ঘটে।
বাকীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নৌকার অন্য দুইজন আরোহীরা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।এদিকে এঘটনা এলাকায় ছড়িয়ে পরলে হাজার হাজার উৎসুক জনতা জামধলা বাজার ও নদীর দুই পাড়ে ভিড় জমায়, কখন মরদেহ উদ্ধার হয়।খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও নদীর তীব্র স্রোতের কারনে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারে নি।
ফায়ার সার্ভিসের পূর্বধলা উপজেলার টিম লিডার আবু সাইদ জানান, কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম রওয়না দিয়েছে, তারা এসে উদ্ধার অভিযান পরিচালনা করবে।পরে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং মরদেহ না পাওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।