নেত্রকোণার পূর্বধলায় জমি নিয়ে বিরোধ : মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
আপডেটঃ ১১:৫৬ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার দুপুরে পূর্বধলা উপজেলার বৈরাটী ইউনিয়নের কাজলা গ্রামে নিজ বাড়ীতে এলাকাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।এ সময় মিথ্যা মামলার হয়রানির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের পক্ষে মুখলেছুর রহমান, এলাকাবাসীর পক্ষে মিলন মিয়া, জসিম উদ্দিন, মোঃ দুলাল মিয়াসহ আরো অনেকে।বক্তারা বলেন, কাজলা গ্রামের মুখলেছ মিয়ার সাথে স্থানীয় বাহার উদ্দিন বাহারের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।এরই জের ধরে বাড়ীঘরে হামলাসহ উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা চলে আসছে।মিথ্যা মামলা ও হয়রানির সম্পর্কে সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।