সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার পূর্বধলায় ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

আপডেটঃ ৪:১১ অপরাহ্ণ | জানুয়ারি ০৯, ২০২২

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলন, সংগ্রাম ও গৌরবের ৭৪তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার দুপুরে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোলায়মান হোসেন হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা -৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক এর পুত্র আইটি বিশেষজ্ঞ ওয়াসিক হোসেন অয়ন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, হাসিমা আক্তার বিরহী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকতসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে আইটি বিশেষজ্ঞ ওয়াসিক হোসেন অয়নের নেতৃত্বে উপজেলা শহরে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা।