নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
আপডেটঃ ৮:২৯ অপরাহ্ণ | আগস্ট ২৫, ২০২২
নিউজ ডেস্কঃ
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আদীবাসি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বাংলাদেশ -ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টা আবুল মনসুর আহমেদ।বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ দূর্গাপুর উপজেলার সভাপতি ডাঃ সুশীল ভৌমিক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক রাকিব তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের নেত্রকোণা জেলা শাখার সভাপতি কেশব রঞ্জন সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ.ম জয়নাল আবেদীন, দূর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক রইছ মোঃ হাবিব খান মুক্তি , বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোণা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু রেজা মাহবুব টিপু, হানিফ উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম লিমন, সদস্য তানভীর হাসান খান কামাল, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের আটপাড়া উপজেলা সভাপতি ছানোয়ার উদ্দীন ছানু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দূর্গাপুর উপজেলা সভাপতি শরবিন্দু সরকার স্বপন হাজং, সাধারণ সম্পাদক কবি দুনিয়া মামুন, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ দূর্গাপুর পৌর শাখার সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক শেফালী হাজংসহ অন্যান্যরা।
বক্তারা বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে ভারতের অসামান্য অবদানের কথা তুলে ধরে বর্তমান বিশ্বায়নের যুগে, দেশের উন্নয়নের স্বার্থে ভারতের সাথে সম্প্রীতির বন্ধন অটুট রাখার উপর গুরুত্বারোপ করেন।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।