নেত্রকোণার কেন্দুয়ায় কলেজ ছাত্র খুন
আপডেটঃ ২:৩৮ অপরাহ্ণ | অক্টোবর ০৯, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার কেন্দুয়ায় সাদ্দাম হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রকে গলায় ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।শনিবার (৮ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।নিহত সাদদ্দাম ওই গ্রামের কাজল মিয়ার ছেলে।কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাত অনুমানিক ১১টার দিকে সাদ্দাম হোসেন বাড়ির পাশে রাস্তায় বসে মোবাইল দেখছিল।এ সময় কে বা কাহারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা তাকে উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।