নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আপডেটঃ ৫:৫৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৪, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী মাদক ব্যবসায়ী অঞ্জন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।আজ বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, বরখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জীবন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলতাবুর রহমান আলতু, নেপাল চন্দ্র সরকার, আব্দুস সামাদ, বিদ্যুৎ তালুকদার ও মৃদুল মহানায়ক প্রমুখ।সংবাদ সম্মেলন বক্তারা বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসী অঞ্জন ও তার ক্যাডার বাহিনী আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে।আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানায়।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা