সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার কলমাকান্দায় পুলিশের অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ

আপডেটঃ ৩:২৬ অপরাহ্ণ | জুন ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- কলমাকান্দা থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিক নির্দেশনায় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম পিপিএম এর নেতৃত্ব পুলিশের একটি টিম ১৪ জুন বিকাল সাড়ে ৫টার দিকে খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র মোঃ শাহ্ আলম (৩৮) এর বসত ঘরে অভিযান চালিয়ে ৪টি বস্তায় রক্ষিত আমদানী নিষিদ্ধ ১০১ বোতল ভারতীয় মদ জব্দ করে।এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরে উক্ত টিম কলমাকান্দা সদর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাবুল মিয়ার পিঠে থাকা ব্যাগ থেকে আমদানী নিষিদ্ধ ৬ বোতল ভারতীয় মদ জব্দ এবং তাকে আটক করে।

আটক বাবুল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি ইউনিয়নের হলহলিয়া গ্রামের মোঃ এখলাছ মিয়ার পুত্র।জব্দকৃত ১০৭ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য ৩ লক্ষ ২১ হাজার টাকা।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।