নেত্রকোণায় বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ-এঁর মৃত্যুবার্ষিকী পালিত
আপডেটঃ ৭:১৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে ১১ নং সেক্টরের ৪ নং টাইগার কোম্পানীর কমান্ডার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ -এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।এ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদের কবর জিয়ারত, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের আহবায়ক, সাবেক কাস্টমস্ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদের সভাপতিত্বে সদস্য সচিব লেখক গবেষক আলী আহাম্মদ খান আইয়োবের সঞ্চালনায় স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ-এঁর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার বীরত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক হায়দার জাহান চৌধুরী।
স্মৃতিচারণ করেন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, অধ্যাপক ননী গোপাল সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, লেখক এমদাদ খান ও ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ।
সভায় স্মৃতিচারণের পাশাপাশি ছোট ছোট শিশুরা মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃতি করেন।সভার প্রারম্ভে ৭১ এর রনাঙ্গণে সকল শহীদ বীর মুক্তি-যোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।সভাশেষে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পরে গনভোজ অনুষ্ঠিত হয়।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।