নেত্রকোণায় বিক্ষুব্ধ জেলা বিএনপির সংবাদ সম্মেলন
আপডেটঃ ৮:৫৬ অপরাহ্ণ | নভেম্বর ২১, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:-বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন করার জন্য বার বার লিখিত অনুমতি চাওয়ার পরও পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় এবং একই স্থানে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচী ঘোষনা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা।আজ সোমবার দুপুর দেড়টার দিকে শহরের জয়নগরস্থ জেলা বিএনপির আহবায়কের বাসভবনে নেত্রকোণা জেলা বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, এক সপ্তাহ পূর্বে বারহাট্টা উজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ২১ নভেম্বর বেলা ২টায় অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হলেও প্রশাসনের মৌখিক অনুমতি সাপেক্ষে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়
।২০ নভেম্বর পুলিশ প্রশাসন বিএনপির নেতাদের জানায়, আওয়ামীলীগ একই দিনে পাল্টা কর্মী সভা আহবান করায় বিএনপির সম্মেলনের উপর মৌখিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।ফলে জেলা বিএনপির সম্মেলন পন্ড হয়ে গেছে।তিনি সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান ভোট চোর সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্র চর্চায় বিশ্বাস করে না।
দেশব্যাপী বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচী পালন ও সম্মেলন করতে তারা নানা ভাবে বাঁধা দিচ্ছে।তিনি হুশিয়ারী উচ্ছারণ করে বলেন, হামলা, মামলা, বাঁধা দিয়ে বিএনপির চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহ-সভাপতি শরীফুজ্জামান ফকির, সম্পাদক শাহাবুদ্দিন রিপন।
আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রুবেল, জেলা তাতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, সদর উপজেলা যুবদলের সভাপতি ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।