নির্বাচন ব্যবস্থার ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বান: নির্বাচন কমিশনার
আপডেটঃ ১১:৪৯ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলো দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করেছে।তবে আগামী জাতীয় নির্বাচন হবে সেই হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বিরল সুযোগ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “আমাদের অতীতের কিছু নির্বাচন বিতর্কিত হয়েছে, যা দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা কমিয়েছে। তবে এটি শুধুমাত্র নির্বাচন কমিশনের দায়িত্ব নয়; বরং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর সমান দায়িত্ব বর্তায়।আমরা একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচন হবে আমাদের সবার জন্য একটি পরীক্ষা।আমাদের লক্ষ্য সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, যেখানে ভোটারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।এমন একটি নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে পরাজিত প্রার্থী বিজয়ীকে হাসিমুখে অভিনন্দন জানাতে পারেন।”
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সানাউল্লাহ বলেন, “এ কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হচ্ছে।নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থানে থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।সামনের নির্বাচন হবে একটি ‘রিফাইনিং নির্বাচন’, যা সবার আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “আমাদের সন্তানরা রক্ত দিয়ে প্রমাণ করেছে যে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দায়িত্ব হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা তৈরি করা। ইনশাল্লাহ, আমরা আমাদের সন্তানদের রক্তের ঋণ শোধ করব।”
নির্বাচন কমিশনার সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এটা আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আসুন, সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক ও আস্থাশীল নির্বাচন ব্যবস্থা গড়ে তুলি।”
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।