সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নিউ ইয়র্কে বসবে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র ১৬তম আসর

আপডেটঃ ৬:৪৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৪, ২০২১

নিউজ ডেস্কঃ

দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর ১৬তম আসর অনুষ্ঠিত হবে সূদুর আমেরিকায়।আগামী ১৪ নভেম্বর দেশটির নিউ ইয়র্ক শহরে বসবে বাংলাদেশের সংগীতের সবচেয়ে জমকালো এই অনুষ্ঠান।সে বিষয়ে বিস্তারিত জানাতেই গত রোববার রাতে চ্যানেল আইয়ের ৪ নম্বর স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ জানান, ১৬তম ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান।তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য এই আসরের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানেই দেশের ৫০ জন বিশেষ সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাসিক মেয়র পত্নী শাহীন আকতার রেনী।তিনি বলেন, আমেরিকাতে এবারের ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করিয়ে দেবে।বাংলাদেশি সংগীত, গুণীজনদের পাশাপাশি এর মাধ্যমে পরিচিতি পাবে নতুন উদ্যোক্তাদের পণ্য।চ্যানেল আই পরিবারের কাছে কৃতজ্ঞ এমন আয়োজনে আমাদের সাথে রাখার জন্য।

একসঙ্গে আমরা শক্তিশালী হয়ে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশের জন্য কাজ করছি।এছাড়া আমেরিকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২১ এর আমেরিকার প্রকল্প প্রধান জহিরউদ্দিন মাহমুদ মামুন, কিংবদন্তী রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায় প্রমুখ।

ঢাকা থেকে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং শিল্পী রফিকুল আলম।এবারের আয়োজনটি বাংলাদেশ থেকে সহযোগিতা করছে ঐক্যডটকমডটবিডি।নিউ ইয়র্ক থেকে সহযোগিতা করবে দেশী মিউজিক এন্টারটেইনমেন্ট।থাকার কথা রয়েছে আরও কিছু প্রতিষ্ঠানের।

শাইখ সিরাজ বলেন, ৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেয়া হবে।নিউ ইয়র্কে ৫০ জন শিল্পীকে পুরস্কৃত করা ছাড়াও ডিসেম্বর জুড়ে চ্যানেল আইয়ে নানা ধরনের অনুষ্ঠান হবে।এরমধ্যে ঢাকায় আরেকটি আয়োজনের মাধ্যমে বাকি শিল্পীদের পুরস্কৃত করা হবে।১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

স্বাধীনতার ৫০ বছরের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর আসন্ন আয়োজন ভিন্নভাবে সাজানো হয়েছে বলে জানান জহিরউদ্দিন মাহমুদ মামুন।তিনি বলেন, স্বাধীনতার স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এবার আমরা প্রতিযোগিতার মধ্যে যাচ্ছি না।সংগীতাঙ্গনের ৫০ জন বিশেষ গুণী মানুষকে সম্মাননা জানানোই আমাদের উদ্দেশ্য।

নিউ ইয়র্কে করোনা পরিস্থিতি এখনকার মতো নিয়ন্ত্রণে থাকলে ১৪ নভেম্বর শহরের যে কোনো ভেন্যুতে আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।সংবাদ সম্মেলনটি উপস্থাপনা করেন দিলরুবা সাথী। ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২১ এর প্রকল্প পরিচালক হলেন ইজাজ খান স্বপন।

IPCS News Report : Dhaka : বাবুল : রাজশাহী।