সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি টিস্যু কারখানায় আগুন

আপডেটঃ ১১:২৯ পূর্বাহ্ণ | নভেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ

নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু উৎপাদনকারী কারখানা মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অবস্থিত চারতলা কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে সোনারগাঁ, গজারিয়া, বন্দর, কাঁচপুর, গজারিয়া বিসিক এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে আগুন ছড়িয়ে পড়ার আর কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।তিনি আরও জানান, কারখানার ভেতরে টিস্যু তৈরির উপাদান থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে কারখানার এক সূত্র জানিয়েছে, আগুন লাগার পর প্রতিষ্ঠানটির নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

IPCS News : Dhaka