নায়েকপুর ইউনিয়ন উপ নির্বাচনে ৭জনের মনোনয়ন-পত্র দাখিল
আপডেটঃ ৭:১৬ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:-নেত্রকোনার মদন উপজেলার নায়েক পুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান রোমান, সহ ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছে।বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবালের কাছে এ মনোনয়ন-পত্র জমা দেন।
প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুসলিম উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোঃ সিমন আহম্মেদ, সেতু আক্তার মনি মোঃ কামরুজ্জামান তালুকদার, মোঃ ফখরুল ইসলাম খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল বলেন, এ পর্যন্ত নৌকার প্রার্থী সহ ৬ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ঘোষিত নতুন তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ৬ অক্টোবর যাচাই-বাছাই, ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর প্রতিক বরাদ্দ ১৮ অক্টোবর, উপনির্বাচন অনুষ্ঠিত হবে২ নভেম্বর।উল্লেখ্য যে মোট ভোটার সংখ্যা ১৬৭৪১জন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ২৪ জুলাই ২০২২ তিনি ইন্তেকাল করলে নির্বাচন কমিশন নায়েকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।