নরসিংদীর মনোহরদীতে গলায় ওড়না পেঁচিয়ে এস এস সি পরীক্ষার্থীর আত্মহত্যা
আপডেটঃ ২:৩৪ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০২২
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- মনোহরদীতে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া করে মোছাঃ হাবিবা আক্তার (১৬) এক এস এস সি পরীক্ষার্থী নিজ শয়ন কক্ষে দরনার সাথে ওড়না গলায় ফাঁস লাগিয়ে গতকাল রবিবার সকাল ১১ টায় আত্মহত্যা করেছে।সে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পশ্চিম রামপুর কানারা বাড়ির মোস্তফার মেয়ে।হাবিবার বাবা একজন খেটে খাওয়া কৃষক বাবা এবং মা একটু প্রতিবন্ধী স্বভাবের।সে রামপুর উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি ২০২২ইং পরীক্ষার্থী এমনটাই জানিয়েছেন, স্থানীয় ও অএ এলাকার ইউপি সদস্য সৈয়দ মহসীন কবির।ঘটনার খবর পেয়ে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আলমগীর লাশ উদ্ধার করেন, এবং পরবর্তী পুলিশিং কার্যক্রমের জন্য ঊর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা যায়।
IPCS News : Dhaka : মোঃতাজুল ইসলাম বাদল : নরসিংদী।