রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নব নিয়োগ কৃত ওসির সাথে মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক দের সাথে মত বিনিময়

আপডেটঃ ৪:০১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- মনোহরদী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জাব্বার দূর্নীতি মুক্ত মনোহরদী গড়ে তোলার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে মনোহরদী থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় তিনি বলেন, সাংবাদিকরা পুলিশের বন্ধু। তাদের সহযোগিতা পেলে মনোহরদীকে দূর্নীতি মুক্ত করা সহজ হবে।

মতবিনিময় সভায় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ওসিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সাংবাদিক যেন থানায় এসে দালালি করে সাধারণ মানুষকে হয়রানি না করতে পারে। এর পাশাপাশি সাংবাদিকরা তাদের পরিচয় এবং মতামত তুলে ধরেন, যা ওসি ডায়েরিতে লিপিবদ্ধ করেন।

সভায় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজমিরী সুলতানা, সহ-সভাপতি কামাল উদ্দীন বাদল, সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. এমরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। এসময় তারা পুলিশের সাথে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।