নবাবগঞ্জের “বি বি সি“তে সন্ত্রাসীদের হামলা
আপডেটঃ ৯:৪৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০২১
নিউজ ডেস্কঃ
ঢাকার নবাবগঞ্জ উজেলার টিকরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বহুল পরিচিত “বিসমিল্লাহ বিজনেস সেন্টার“ ( BBC )।যার “প্রোপাইটর“ মনির হোসেন নামের একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী।ছাতিয়ার তথা কথিত সন্ত্রাসী “মুন্না গ্রুপ“ কোন এক ব্যক্তিকে তাড়া করতে করতে “বিসমিল্লাহ বিজনেস সেন্টার“ ( BBC ) এ ঢুকে পড়ে এবং মনির ও মনিরের ভাতিজার উপর হামলা করে।টিকরপুরের এই ব্যাবসায়ী “মনির হোসেন“ সদা পরোপকারী সৎ, সাহসী ব্যক্তত্ব, টিকরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাধক।ব্যাবসায়ী মনির হোসেন ও তার ভতিজা মঈনের উপরে সন্ত্রাসী হামলায় এলাকাবাসী, বাজার কমিটি, বন্ধু বান্ধব তথা এলাকার সর্বস্তরের জনগন সন্ত্রাসীদের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং কথিত সন্ত্রাসীদের দৃস্ট্রান্ত মূলক বিচার ও শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
IPCS News : Dhaka : শাহিদুর রহমান শাহিদ : নবাবগঞ্জ প্রতিনিধি।