নতুন ১ হাজার উদ্যোক্তাকে দক্ষ করে গড়ে তোলা হবে
আপডেটঃ ৬:১৭ অপরাহ্ণ | মে ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামথস ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংক এর পরিচালক মোহাম্মদ আশিদুর রহমান বরেছেন, টেকশই উন্নয়নের ধারাকে বজায় রাখতে এক হাজার উদ্যোক্তাদে দক্ষ করে গড়ে তোলা হবে।এর জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় যে সমস্ত ব্যাংক রয়েছে তারা তাদেরকে অর্থায়ন করতে প্রস্তুত রয়েছে।২০ মে শনিবার পর্যটন মোটেল মিলনায়তনে প্রজেক্ট ইনপ্লিমেন্টেশন ইউনিট বাংলাদেশ ব্যাংকের প্রজেক্টের আয়োজনে এবং উইম্যান চেম্বার অব কমার্স ইন্ড ইন্ডাষ্ট্রি দিনাজপুর ও ইউসিবি ব্যাংকের সার্বিক সহযোগিতায় নতুন উদ্যোক্তাদের নিয়ে সচেতনতামূলক ওয়ার্কশপে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।স্বাগত বক্তব্য রাখেন, ইউসিবি ব্যাংকের দিনাজপুরের ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ।কর্মশালায় সভাতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও সিপিপি মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিথর সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিথর সভাপতি রেজা হুমায়ুন ফারুক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মোস্তাফিজুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, এসএমই এসপিডি যুগ্ম পরিচালক মোঃ কামরুন ইসলাম।
উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিলুফার ইসলাম লিপি ও শামীম রেজা।আয়োজকরা জানান, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস কর্তৃক ২২টি তফসিলি ব্যাংকের ৩২টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দেশব্যাপী চলমান উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তাবয়ন করা হচ্ছে।
দেশের তরুন প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার বিষয়ে উৎসাহিত করা, অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের গুরুত্ব ও উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামে আবেদন প্রাপ্তির লক্ষ্যে তুলনামূলক কম উদ্যোক্তা কেন্দ্রিক অ লে উদ্যোক্তা সৃজন বিষয়ে সচেতনতা বৃদ্ধিকল্পে এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।