সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নতুন বই পাবেন রাজশাহীর ৫ লাখ ২০ হাজার শিক্ষার্থীঃ

আপডেটঃ ৯:২২ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহীর প্রতিনিধি:- রাজশাহীতে বছরের প্রথমদিন ৫ লাখ ২০ হাজার ৫১৮ শিক্ষার্থী পাবেন নতুন বই।এসব শিক্ষার্থীরা মোট ৬১ লাখ ১৬ হাজার ২৬৮টি বই পাবে। জেলায় প্রাথমিক পর্যায়ের ৮৫ শতাংশ বই আসলেও মাধ্যমিক পর্যায়ের বই এসেছে মাত্র ৪৫ শতাংশ।বইয়ের বিষয়ে রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, বইয়ের জন্য যে চাহিদা পাঠানো হয়েছিল, তার সব বই আসবে।তবে গত বৃহস্পতিবারের তথ্যমতে মাধ্যমিকের ৪৫ শতাংশ নতুন বই চলে এসে।কর্মকর্তার দাবি, প্রতিদিনই বই আসছে।প্রতি বৃহস্পতিবার তা হিসেব করা হয়।আগামী বৃহস্পতিবার হিসেব করলে বোঝা যাবে কত বই এসেছে রাজশাহীতে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ৪৭ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর জন্য বইয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।এসব শিক্ষার্থীদের জন্য বই আসবে ৪৮ হাজার ৪০৬টি।

প্রতি শিক্ষার্থী পাবে একটি করে বই।এছাড়া প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৮৬ হাজার ৬১২ শিক্ষার্থী।এসব শিক্ষার্থী পাবেম ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি নতুন বই।এছাড়া মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী পাবেন প্রায় ৪৭ লাখ নতুন বই।মাধ্যমিক পর্যায়ের বই তালিকায় রয়েছে জেনারেল, কারিগরি ও মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরা।

এবিষয়ে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮৫ শতাংশ বই এসেছে।বাকি ১৫ শতাংশ বই কয়েক দিনের মধ্যে আসবে।ইতোমধ্যে প্রায় ১১ লাখ বই এসেছে।এবিষয়ে রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ষষ্ট থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই দেওয়া হবে।

গত বৃহস্পতিবারের তথ্য মতে মাধ্যমিকের ৪৫ শতাংশ নতুন বই এসে।প্রতিদিন বই আসছে।

IPCS News : Dhaka :  আবুল কালাম আজাদ, রাজশাহী।