সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নতুন নায়িকা অপ্সরার পথচলা

আপডেটঃ ৭:১২ অপরাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০২২

নিউজ ডেস্কঃ

ঢাকা:- তরুণ মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্যা অপ্সরা।বিলবোর্ড, ফ্যাশন হাউজের মডেলিং, ওভিসি ও টিভিসির কাজ করার পাশাপাশি টিভি পর্দায় নিয়মিত দেখা যায় পরিচিত মুখটি।মডেলিংয়ের মধ্যে দিয়ে শুরু করা জান্নাতুল অনন্যা অপ্সরা ইতিমধ্যে কাজ করেছেন জনপ্রিয় অনেক নির্মাতার সঙ্গে।বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের পণ্যের মডেল হিসেবেও কাজ করছেন তিনি।

খুব অল্প সময়েই মিডিয়ায় নিজের এক জায়গা করে নিয়েছেন।এবার জনপ্রিয় এই অভিনেত্রী ছোট পর্দার গন্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায়।সম্প্রতি চুক্তিবদ্ধ ‘ব্যাচেলর ইন ট্রিপ’ হয়েছেন সিনেমায়।সিনেমাটি পরিচালনা করছেন নাসিম সাহনিক এবং প্রযোজনা করছেন মামুনুর ইসলাম।আম্মাজান ফিল্ম প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মাণ হচ্ছে সিনেমাটি।

এ প্রসঙ্গে অপ্সরা জানান, এটি হচ্ছে একটি ট্র্যাভেল স্টোরি।এই সিনেমায় আমার চরিত্রের নাম আরা, যিনি একজন ভার্সিটির স্টুডেন্ট।যদিও এখনো নায়ক ঠিক করা হয়নি। ঠিক হলে দর্শকদের জানাব।সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের ১৯ তারিখ থেকে।তাছাড়া ‘এক সমুদ্র ভালোবাসা’ নামের আরেকটি চলচ্চিত্রে চুক্তিবব্ধ হয়েছেন, সিনেমাটি পরিচালনা করবেন জি সরকার।

২০২১ সালে বিটিভিতে ‘কিডন্যাপ’ নাটকের মাধ্যমে অপ্সরার অভিনয় শুরু।এরপর তিনি অভিনয় করেছেন রঙ ইনফরমেশন, নাটাই ঘুড়ি, ভাবনার বাহিরে, ডাবল বিয়ে, ‘অপূর্ণ ভালোবাসা, এশিয়ান টিভির ধারাবাহিক নাটক মগের মুল্লুক-এ।সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘প্রিয় জন্মভূমি’র জন্য পেয়েছেন বাবিসাস অ্যাওয়ার্ড, স্টার অ্যাওয়ার্ড, বাইফা অ্যাওয়ার্ড।

এক নিকট আত্মীয়র অনুপ্রেরণা এবং সহযোগিতায় তার মিডিয়া জগতে যাত্রা শুরু।বাবা প্রথমে অভিনয়ে আসাটা পছন্দ না করলেও মেয়ের অভিনীত নাটক দেখে এখন আর আপত্তি করেন না।বছর তিনেক আগে বড় বোনের মৃত্যুর পর একা হয়ে পড়েন অপ্সরা।

মিরর ম্যাগাজিন, ডায়মন্ড ওয়ার্ল্ড, গোল্ডেন ওয়ার্ল্ড’র মডেল হওয়ার সাথে সাথে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অপ্সরা ভবিষ্যতে নিজেকে ভালো অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।চিত্রনায়িকা শাবনুর তার আইডল।স্বপ্ন দেখেন শাকিব খানের নায়িকা হওয়ার।

IPCS News : Dhaka : রাজু আলীম : ঢাকা।