সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নগরীতে ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেটঃ ১১:২১ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- ৫১তম মহান বিজয় দিবস উপৃলক্ষ্যে কাদিরগঞ্জ একতা যুব সংঘের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় মহিলা কলেজ সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছেন উন্নয়ন।স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রোরেল উদ্বোধন হয়েছে।দেশজুড়ে ব্যাপক অবকাঠামো উন্নয়ন দৃশ্যমান হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের পরিণত হবে বাংলাদেশ।

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, মহানগর যুবলীগের সহ-সভাপতি আতিকুর রহমান মন্টু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়খ সম্পাদক রেজা শামসুজ্জামান স্বপন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাসেল ও সহ-সভাপতি শফিউল ইসলাম ইমন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।