সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

আপডেটঃ ২:৩৩ অপরাহ্ণ | ডিসেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

ঢাকা:- দেশের চলমান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।এই বৈঠকটি আজ, বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।বিশেষত, ধর্মীয় নেতাদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এটি মূলত প্রধান উপদেষ্টার সাথে ধারাবাহিক সংলাপের অংশ, যার আওতায় তিনি ইতোমধ্যে বিভিন্ন ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।এর আগে, তিনি গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন এবং গতকাল বুধবার রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন।

বৈঠক শেষে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক করে দেন এবং জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান। তিনি বলেন, “যারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে পছন্দ করেনি, তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায়।এই শক্তিশালী আন্দোলনকে ধ্বংস করার জন্য বাংলাদেশে অপপ্রচার চালানো হচ্ছে।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে একজোট হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ডাক দিয়েছেন।

ড. ইউনূস আরও বলেন, “জাতীয় ঐক্য ছাড়া দেশের বিরুদ্ধে আসন্ন কোনো বিপদ বা ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব নয়।আমাদের সবাইকে একত্রিত হয়ে একযোগভাবে দেশের স্বার্থে কাজ করতে হবে।”এই বৈঠকটি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে যাচ্ছে, যেখানে তারা দেশের সমৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

প্রধান উপদেষ্টার এই উদ্যোগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি দিশা দেখানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

IPCS News : Dhaka :