ধর্মপুর বন বিটে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বন সংরক্ষণ দিবস ও আলোচনা সভা।
আপডেটঃ ৮:১২ অপরাহ্ণ | মার্চ ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলা বিরল উপজেলার বন সম্পর্কে বৃহত্তর সচেতনতা সৃষ্টি করতে স্থানীয় প্রতিষ্ঠান বন বিষয়ক একটি সচেতনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভাটি বুধবার ২২ মার্চ ২০২৩ দিনব্যাপী দিনাজপুর বিরল উপজেলা ৮ নং ধর্মপুর ইউনিয়ন বন বিট কামদেবপুর কালিয়াগঞ্জ এলাকায় অনুষ্ঠিত হয়।সভার উদ্দেশ্য ছিল বন সম্পর্কে স্থানীয় মানুষের সচেতনতা উন্নয়ন এবং এর দুর্বলতার বিষয়টি প্রকাশ করা।সভায় অনেক স্থানীয় লোক অংশ নেন এবং তাদের মধ্যে অনেকে বনের মানব বন্ধনের দুর্বলতা এবং বনের অবৈধ কাটাকাটি সম্পর্কে আলোচনা করেন।এই দিনটি পৃথিবীর বন-সম্পদ সংরক্ষণ এবং উন্নয়নের জন্য প্রতিবদ্ধ থাকা সকল মানুষের উদ্দেশ্যে পালিত হয়।এই বছর এর প্রধান উদ্যোগ ছিল আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে বিশ্ব বন আলোচনা সভা অনুষ্ঠিত করা।
সভাটি সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয় এবং এটি আন্তর্জাতিক বন দিবস এবং বন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে মৌলিক ভাবে ভূমিকা পালন করে।সভায় উদ্যোক্তারা বন সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভাগ করেছেন।সভার উদ্দেশ্য ছিল বন সংরক্ষণ ও উন্নয়নের সমস্যার প্রতিষ্ঠান ও সমাধান সম্পর্কে আলোচনা করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, বিশেষ অতিথি, সহকারী বন সংরক্ষক মিস নুরুন নাহার, বিট কর্মকর্তা মো. মহসীন আলী দিনাজপুর বিরল উপজেলা ৮ নং ধর্মপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক রতন রায়,ইউপি চেয়ারম্যান মো.নুর ইসলাম ও এলাকাবাসিগন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।