দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরল, বীরগঞ্জ, বোচাগঞ্জ ও কাহারোল উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন
আপডেটঃ ১২:৫৮ অপরাহ্ণ | মে ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরের চারটি উপজেলা পরিষদে নির্বাচন শান্তিপ‚র্ণভাবে সম্পন্ন হয়েছে।এই নির্বাচনে বিরল উপজেলায় মোস্তাফিজুর রহমান বাবু, বোচাগঞ্জ উপজেলায় মো. আফছার আলী, বীরগঞ্জ উপজেলায় মো.আবু হুসাইন বিপু এবং কাহারোল উপজেলায় একেএম ফারুক চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।বিরল উপজেলা পরিষদ: দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দিনাজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান (আনারস) ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় (মোটরসাইকেল) পেয়েছেন ৪১ হাজার ২৬২ ভোট।এছাড়াও জাতীয় পার্টির সুধীর চন্দ্র শীল (দোয়াত-কলম) পেয়েছেন ৪ হাজার ৫৮৩ ভোট এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফারুক আযম (ঘোড়া) পেয়েছেন ৩৫২ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. তোফাজ্জল হোসেন তোফা (মাইক) ৬৯ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. আমিনুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৭ হাজার ৬৮৫ ভোট এবং আরেক প্রার্থী মো. আব্দুল হালিম (তালা) পেয়েছেন ১৩ হাজার ১৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. ফিরোজা বেগম সোনা (পদ্মফুল) ৫৮ হাজার ১৪ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোছা. সুলতানা ইয়াসমিন (ফুটবল) পেয়েছেন ৩৫ হাজার ২৭২ ভোট এবং আরেক প্রার্থী মোছা. তছলিমা (হাঁস) পেয়েছেন ৫ হাজার ৩৮৪ ভোট।বীরগঞ্জ উপজেলা পরিষদ: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপু আনারস প্রতীক নিয়ে ৪৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ৩২ হাজার ৪১৮টি ভোট। এছাড়াও মো. রেজওয়ানুল ইসলাম (রিজু) (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৯৯০টি ভোট, কে এম কুতুব উদ্দিন (দোয়াত-কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ২৪১টি ভোট।ওয়াহেদুজ্জামান (টেলিফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৯২টি ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় (চশমা) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে ৪৯৪৫৩টি ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম মিঞা (বই) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৬১২টি ভোট। মো. মামুনুর রহমান মামুন (উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ১১৩৮৪টি ভোট।
মো. রশিদুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ১০৬৭২টি ভোট।এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি (কলস) প্রতীক নিয়ে ৬৪৩৫৬টি ভোট পেয়ে নির্বাচিত।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী অনিতা রানি রায় হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৮৩৩ টি ভোট।মোছা. শাহনাজ পারভিন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৪৪২টি ভোট।
কাহারোল উপজেলা পরিষদ: দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক (দোয়াত-কলম) ৩৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য মো. আরমান হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ২৫ হাজার ১২ ভোট।
এছাড়াও বরদা ভূষণ লিটন (আনারস)-১৩ হাজার ৩৩৫ ভোট, মো. পারভেজ হোসেন (টেলিফোন)-৪ হাজার ৬৬৮ ভোট, মোস্তফা হোসেন আলম (হেলিকপ্টার)-৪ হাজার ৬৯ ভোট এবং স্মৃতি রানি রায় (ঘোড়া) পেয়েছেন ৭৩১ ভোট।ভাইস চেয়ারম্যান পদে-রঘুনাথ চন্দ্র রায় (টিয়া পাখি) ২০ হাজার ৫৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. মাজেদুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ১৭ হাজার ৭৩২ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডলোমনি (পদ্মফুল) ৩১ হাজার ৩৮৯-ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোছা. রাবেয়া পারভীন (কলস) পেয়েছেন ২৭ হাজার ৭৬৩ ভোট।
বোচাগঞ্জ উপজেলা পরিষদ: বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী (ঘোড়া) ৪৬ হাজার ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির মো. জুলফিকার হোসেন (আনারস) পেয়েছেন ৩৩ হাজার ৪০৮ ভোট এবং আরেক প্রার্থী ফরহাদ হোসেন চৌধুরি ইগলু (দোয়াত-কলম) পেয়েছেন ৭ হাজার ৭৪২ ভোট।
ভাইস চেয়ার্যান পদে মো. রেদওয়ানুল করিম রাবিদ বই প্রতীক নিয়ে ৩৭ হাজার ২শত ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রবির কুমার রায় (মাইক) প্রতীকে ভোট পান ২৬ হাজার ৭শত ৫৯।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. লায়লা আকতার মোতাবেল ফুটবল প্রতীকে ৪৭ হাজার ১শত ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পুতুল রানি (হাঁস) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ২শত ১৪ ভোট।উপজেলার ৬৪টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১ লাখ ৩৫ হাজার ৫শত ৮০।এর মধ্যে ভোট পড়েছে ৮৭ হাজার ৪শত ৯৭টি।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।