সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দোকানপাট ও শপিংমল রাত ৮টার পর বন্ধের চিন্তা চলছে: স্বাস্থ্যমন্ত্রীঃ

আপডেটঃ ২:৫৭ অপরাহ্ণ | জানুয়ারি ০৮, ২০২২

নিউজ ডেস্কঃ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারনে সরকার রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার চিন্তা করছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।স্বাস্থ্যমন্ত্রী শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান।ডা. জাহিদ মালেক বলেন, দেশের করোনা আক্রান্ত রোগীর পরিমান ৪০০ গুণ বৃদ্ধি পেয়েছে।এমতাবস্থায় পরিস্থিতি হুমকিস্বরূপ হলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধের চিন্তা ভাবনা করা হবে।দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না।হুশিয়ারি দিয়ে তিনি বলেন, মাস্ক ছাড়া বাইরে গেলেই ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রমণ বাড়ছে।

তবে আমাদের দেশে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে।সারা বিশ্বে ওমিক্রণ যে ভাবে হানা দিয়েছে তার থেকে বাংলাদেশের অবস্থা ভালো।তিনি আরো বলেন, দেশের নির্বাচন চলা কালিন এই সময়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, ফলে হুমকির পরিস্থিতি সৃষ্টি হতে পারে।স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।

IPCS News : Dhaka :