সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব-বন্ধন

আপডেটঃ ১:২৬ অপরাহ্ণ | মে ২১, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোণায় মানব-বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানব-বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানব-বন্ধনে সভা-পতিত্ব করেন জেলা প্রেস-ক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ও লেখক বীর-মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক মনিরুজ্জামান মহসিন, কামাল হোসেন, আনিসুর রহমানসহ আরো অনেকে।

মানব-বন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় মানব-বন্ধনে বক্তারা ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

এছাড়াও অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ভবিষ্যতে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ঘোষনা দেন তারা।

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।