দেশের সবচেয়ে বড় বঙ্গ বন্ধুর ম্যুরাল নির্মাণ হচ্ছে রাজশাহীতে
আপডেটঃ ৫:৩০ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি:-রাজশাহীতে নির্মাণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের দেশের সবচেয়ে বড় ম্যুরাল।মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নগরীর সিঅ্যান্ডবি মোড়ে ম্যুরালটি নির্মাণ করছে।ম্যুরালটি নির্মাণে ব্যয় হচ্ছে ৫ কোটি ২ লাখ টাকা।এর উচ্চতা ৫৮ ফুট।ম্যুরালের মূল অংশে বঙ্গবন্ধুর ছবিটি ৫০ উচ্চতা ৪০ ফুট দৈর্ঘ্য।ভাস্কর্যটি নির্মাণ করেছেন আমিরুল ইসলাম।ল্যান্ড স্কেপিং কাজের তত্ত্বাবধানে রয়েছেন স্থপতি আবির রহমান।ম্যুরালে ইতোমধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটে উঠেছে।রাসিকের প্রকৌশলীরা জানিয়েছেন, এই ম্যুরালটি দেশে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল।এটির ফাউন্ডেশনে ২২টি পাইলিং করা হয়েছে।বাউন্ডারী ওয়ালের দুই ধারে ৭০০ বর্গফুট টেরাকাটার কাজ করা হচ্ছে।এক ধারে গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ সাংস্কৃতির নানা চিত্র ফুঁটিয়ে তোলা হবে।
অপরদিকে বায়ান্নোর ভাষা থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে।গ্যালারি, ল্যান্ডস্কেপিংয়ে উন্নত গ্রানাইট দিয়ে সজ্জিত করা হবে।নির্মাণ কাজ শেষে সুসজ্জিত বৈদ্যুতিক বাল্ব দিয়ে নাইটভিশন করা হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।