সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দুর্নীতির তথ্য ধামাচাপা দেওয়ার অপচেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটঃ ১০:৩৬ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য দিয়ে গণ-মাধ্যম কর্মীদের বিভ্রান্ত করতে দুর্নীতির তথ্য ধামাচাপা দেওয়ার অপচেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে নেত্রকোণায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে পৌর শহরের বড় বাজার এলাকায় মিট পয়েন্টের দুতলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় লিখিত বক্তব্য রাখেন, অভিযোগকারী মাহবুবুর রহমান হিমেল।

এসময় উপস্থিত ছিলেন, জেলার ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য মো. সাজ্জাদ।এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।এসময় তিনি বলেন, শত কোটি টাকার মালিক জনৈক পরশ-মুছলেহা দম্পতির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। 

IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।