দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ
আপডেটঃ ১০:৪৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- চুরি করার আগে আশে পাশের বাড়ী গুলোতে বাহির থেকে ছিটকিনি লাগিয়ে দেয়া হয় কনো আওয়াজ হলে যেন কেউ চোরদের ধরতে না পারে।এই চুরির ঘটনাটি ঘটেছে দিনাজপুর পৌর এলাকা সুইহারি মির্জাপুরে।জানাযায়, পার্শ্ববর্তী নয়নপুর এলাকার মোঃ হবু’র ৩ পুত্র মোঃ রাজীব, মোঃ সেলিম, মোঃ আরমান, মাহাবুর রহমানের পুত্র, মোঃ মামুন, মৃত আলম বাবর্চি’র পুত্র মোহন সহ আরও অজ্ঞাত নামা ৪-৫ জনের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোঃ মনির উদ্দিন এর পুত্র মোঃ জসিম উদ্দিন।জসিম উদ্দিন জানায় ২৪ ফেব্রুয়ারী ২০২৩ রাত্রি আনুমানিক ১০.৩০ মিনিট সময় তার ব্যবহৃত বাজাজ পালসার ১৫০ সিসি নং-চঝটঅ১১ঈণ৫গঞএ২৯১৪৮, ইঞ্জিন নং-উঐঢঈগঊ৪৪৯৭০ গাড়িটি শয়ন ঘরের বারান্দার বাহিরে রাখেন বাড়ির সকলে রাতের খাওয়া শেষ করে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
রাত্রি আনুমানিক ৩ টার সময় অর্থাৎ ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ঘুম থেকে উঠে ওয়াশ রুমে জাওয়ার জন্য শয়ন ঘরের দরজা ছিটকিনি খুলে বাহির হওয়ার সময় দেখেন ঘরের দরজা বাহির থেকে ছিটকিনি লাগানো।পাশের রুমে বড় ভাই মোঃ নাসিম, ও বাবাকে ডাক দিলে বড় ভাই ও তার বাবা দরজা খুলতে গিয়ে দেখে যে বাহির হতে ছিটকিনি লাগানো।
পাশের মুন্নি, ফরিদা, জীবনদের সহিত মোবাইল ফোনে যোগাযোগ করলে বাড়ির দরজা খুলতে বললে তারা জানায় তাদের দরজাও বাহির থেকে ছিটকিনি লাগানো তারাও বের হতে পারছেনা।অনান্য বাড়িতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা এসে আমাদের দরজা গুলো খুলে দেয় ঘর থেকে বাহির হয়ে দেখেন যে তার পালসার মোটর সাইকেল টি নেই।
যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা।জরুরি সেবা ৯৯৯ এ-ফোন করলে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।