শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মতিউর রহমানের নাম ঘোষণা

আপডেটঃ ১২:৪৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রার্থী হিসেবে মতিউর রহমানের নাম ঘোষণা করেছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বীরগঞ্জ আলিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।দিনাজপুর জেলা জামায়াতের আমীর আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও রংপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।মতিউর রহমান দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি, তুরাগ থানার আমির এবং ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য হিসেবে পরিচিত।উলে­খ্য, এর আগে ৮ ডিসেম্বর দিনাজপুর-১ আসনের প্রার্থী মাওলানা মো. খোদা বখস সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করলে পদটি শ‚ন্য হয়।তাঁর মৃত্যুর পর এদিন মতিউর রহমানের নাম নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, জেলা কমর্পরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর কারী আজিজুর রহমান, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ.কে.এম কাওসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু এবং সহ-সেক্রেটারি এস.এম. হাদীউজ্জামান।

দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর মতিউর রহমান বলেন, তৃণম‚ল পর্যায়ে মানুষ আমাদের নেতৃত্ব দেখতে চায়।এটি আমাদের অনুপ্রাণিত করছে।সাবেক সংসদ সদস্য মরহুম কাফি সাহেবের আসন পুনরুদ্ধারে আমরা প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ করব।এভাবে মানুষের সমস্যা গুলো জানতে পারব এবং তাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারব।

সভা শেষে প্রার্থী মতিউর রহমানকে নিয়ে স্থানীয় জামায়াত ও শিবির কর্মীরা পৌর শহরের প্রধান সড়কগুলোতে একটি আনন্দ মিছিল করেন।মিছিল শেষে তারা বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।