মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর সদর উপজেলা বিএনপির মত-বিনিয় সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১:৫৪ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজুর প্রতিনিধি:-ি দিনাজপুর জেলা বিএনপি’র সম্মেলন-২০২২ উপলক্ষে সদর উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ মার্চ) বিকেলে পুলহাটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও ৯নং আস্করুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক।সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু চৌধুরী’র সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ আহম্মেদ।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মাহবুব আহম্মেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য সদর উপজেলা বিএনপির সাংগঠনিক ও চেহেলগাজী ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাদশা, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমির হোসেন, যুগ্ম সম্পাদক ও সুন্দর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি লাল মোহাম্মদ প্রমূখ।

মতবিনিময় সভায় সদর উপজেলা বিএনপির ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপি’র সম্মেলন-২০২২ সফল করার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী মনোনয়নের ব্যাপারেও আলোচনা করা হয়।সভায় সভাপতি হিসেবে জেলা বিএনপির বর্তমান যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দলাল’র নাম প্রস্তাব করা হয়।

সাধারণ সম্পাদক হিসেবে জেলা বিএনপির অপর বর্তমান যুগ্ম সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক ও চেহেলগাজী ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাদশা’র নাম প্রস্তাব করা হয়।

এছাড়া গত ১০ মার্চ চিরিরবন্দর উপজেলা বিএনপির সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ মাহবুব আহম্মেদ’র উপর হামলার ঘটনায় নিন্দা জানানো হয়।

এ ঘটনার জন্য জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চিরিরবন্দর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আখতারুজ্জামান মিয়াকে অভিযুক্ত করা হয়।তার বিরুদ্ধে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করা হয়।সন্ধ্যা সোয়া ৬টায় সভা মুলতবি ঘোষণা করা হয়।

উল্ল্যেখ্য, আগামী ২৯ মার্চ-২০২২ তারিখ দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। মতবিনিময় সভায় জানানো হয়, সব ঠিক থাকলে যথা সময়েই এই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজুর।