সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর সদরের মহিষকোটা জলঢেউপাড়া জামে মসজিদের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেটঃ ৪:০২ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের অন্তর্গত মহিষকোটা গ্রামের মহিষকোটা জলঢেউপাড়া জামে মসজিদের সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ মার্চ) বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহিষকোটা জলঢেউপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আশরাফ সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আব্দুল্লাহ, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসুদ্দিন আহমেদ, মোঃ সারোয়ার জামান, অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ নজরুল ইসলাম।সাধারণ সভায় বিগত দিনের আয়-ব্যয়ের বিসাব উপস্থাপন, বর্তমান কমিটি বিলুপ্ত ও ৭ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠনের ব্যাপারে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।নতুন আহবায়ক কমিটির সদস্যরা হলেন-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আশরাফ সিদ্দিকী, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসুদ্দিন আহমেদ, মোঃ সারোয়ার জামান, ওই গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম, সুলতান আহমেদ, মোঃ আজিজুর রহমান ও মোঃ মোশাররফ হোসেন।

নতুন আহবায়ক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটি গঠন করে সেই কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।