দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নে জানাজা মাঠের জন্য চার্জার সাউন্ড বক্স বিতরণ
আপডেটঃ ১০:৫৯ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জানাজা মাঠের জন্য চার্জার সাউন্ড বক্স বিতরণ করা হয়েছে।আস্করপুর ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থবছরের ভূমি হস্তান্তর ১% অর্থ দ্বারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জানাজা মাঠের জন্য ২৬টি সাউন্ড বক্স ও একটি হ্যান্ড মাইক বিতরণ করা হয়।
বুধবার (১৯অক্টোবর-২০২২) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সাউন্ড বক্স সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বশীলদের হাতে তুলে দেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার।
আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ আবেদ আলী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের বাসিন্দা মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।